চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আগামী সংসদ নির্বাচন হবে সাদা পায়রার মত স্বাধীন: সিইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচন সাদা পায়রার মত স্বাধীন এবং মুক্ত পরিবেশে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ ‘জাতীয় ভোটার দিবস ২০২২’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাদা কবুতর উড়িয়ে গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার প্রত্যাশা রেখে জাতীয় ভোটার দিবস ২০২২-এর সূচনা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ বুধবার সকাল আটটায় মানিক মিয়া এভিনিউ-এ শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি শুরু হয়।

ভোটার দিবসে এবারের মুলমন্ত্র ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’, এই স্লোগান ফাঁকা মাঠের বুলি নয় বলেও জানিয়েছেন সিইসি।

দেশে কিছুটা সময়ের জন্য ভোটাধিকার বিঘ্নিত ছিলো উল্লেখ করে, জাতীয় ভোটার দিবসে জনগণকে ভোটের পরিবেশ ফিরিয়ে দেয়ার অঙ্গীকার করেছেন সিইসি। তিনি ভোটাধিকার এবং ভোটের পরিবেশ নিয়ে কমিশনের প্রতি আস্থা রাখার আহ্বান জানান সকলকে।

২০১৯ সাল থেকে জাতীয় ভোটার দিবস পালন শুরু করে নির্বাচন কমিশন।