চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আইপিইউ সম্মেলনে নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক জঙ্গী তৎপরতার কারণে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের নিরাপত্তায় নতুন নির্দেশনা মেনে চলতে বলেছেন আইজিপি। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইপিইউ সন্মেলনে নিরাপত্তা হুমকি নেই।

শনিবার সকালে নিরাপত্তা ব্যবস্থা দেখতে আইপিইউ সন্মেলনের ভেন্যুতে যান স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি ও ঢাকার পুলিশ কমিশনার। নিরাপত্তার খুটিনাটি পর্যালোচনা করেন তারা। কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘সম্মেলনকে ঘিরে কোনো হুমকি নেই। এছাড়া জঙ্গি হামলার আশঙ্কায় কোনো বিদেশি মেহমান তাদের নির্ধারিত যাত্রা বাতিলও করেননি।’

দেশে সামপ্রতিক জঙ্গী তৎপরতা আইপিইউ সন্মেলনের নিরাপত্তায় কোনো বিরুপ প্রভাব ফেলবে না দাবী আইজপি একেএম শহীদুল হক।

তিনি বলেন, ‘রাস্তায় বিভিন্নস্থানে তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। অতিরিক্ত মোবাইল টিম দায়িত্ব পালন করবেন।’ এই সম্মেলনে কোনো ধরনের হুমকি আছে কি না- জানতে চাইলে শহীদুল হক বলেন, এ ধরনের কোনো আশঙ্কা তারা করছেন না।

আইপিইউ সন্মেলন চলারসময় আগামী বুধবার পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া রাজধানীর রাস্তায় গাড়ী বের না করতে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে :

https://youtu.be/KhdOUqk2KkE