চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

অস্ট্রেলিয়ান ওপেনে করোনার থাবা

শুরু থেকেই করোনা ইস্যুতে আলোচনায় অস্ট্রেলিয়ান ওপেন। এরমধ্যে আসরের মাঝপথে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ভাইরাসটিতে আক্রান্ত হলেন বেলজিয়ামের অ্যালিসন ফন ইউভাঙ্ক।

বুধবার চীনা টেনিস তারকা ওয়াং কিয়াংয়ের বিপক্ষে সিঙ্গেলসে হেরে ছিটকে যান ইউভাস্ক। এর একদিন পর মেয়েদের ডাবলসের প্রথম রাউন্ডে ডেনমার্কের ক্লারা টাউসনের সাথে তিন সেটে হেরে বসেন। তার পরপরই জানা যায় করোনা আক্রান্ত হওয়ার খবর। ভক্তদের উদ্দেশ্যে যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি লিখেছেন।

‘বেলজিয়ামে ফিরে যাওয়ার জন্য মেলবোর্ন আমাকে ইতিবাচক সাড়া দিয়েছে। বর্তমানে আইসোলেশনে রয়েছি এবং সমস্ত নিয়ম অনুসরণ করছি। আমার খুব সামান্য উপসর্গ রয়েছে। আরও শক্তিশালী হয়ে ফিরে আসার অপেক্ষায় আছি।’

গত বুধবার ফরাসি টেনিস তারকা ইউগু হুমবার্ট আসরের প্রথম খেলোয়াড় হিসেবে করোনা আক্রান্ত হন।

পরে বেশকিছু খেলোয়াড়ের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। যেজন্য মেলবোর্ন পার্কের অফিসিয়াল অংশগ্রহণকারীদের, টুর্নামেন্ট কর্মীদের প্রতিদিন অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে।