চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অস্কার ২০১৮: সেরার দৌড়ে এগিয়ে কোন অভিনয়শিল্পী?

৯০তম অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পর্দা উঠছে ৪ মার্চ

অস্কার নিয়ে বিশ্বজুড়ে সবার চোখ আটকে থাকে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর পুরস্কার কে কে পাচ্ছেন সেটা দেখার জন্য। নানা হিসাব-নিকাশ, সম্ভাবনা নিয়ে চলচতে থাকে আলোচনা। সেরা পরিচালক, সেরা চলচ্চিত্রের সাথে সাথে সেরা অভিনয়শিল্পীদের সম্ভাবনা নিয়েও বিশ্লেষণ করছে বিভিন্ন গণমাধ্যম।

এবার সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন-
টিমোথি শালামে (কল মি বাই ইউর নেম), ড্যানিয়েল ডে-লুইস (ফ্যান্টম থ্রেড), ড্যানিয়েল কালুইয়া (গেট আউট), গেরি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার), ডেনজেল ওয়াশিংটন (রোমান জে ইসরায়েল, এস্ক)।

‘ডার্কেস্ট আওয়ার’ চলচ্চিত্রে গেরি ওল্ডম্যান এর অভিনয়ে সবাই মোটামোটি নিশ্চিত এবারের পুরস্কার যাচ্ছে তাঁর কাছেই। উইনস্টন চার্চিলের চরিত্রের জন্য যে কষ্ট তিনি করেছেন, তাতে ২৬ বিশেষজ্ঞের ২৫ জনই মনে করছেন তিনিই পুরস্কারের যোগ্য। তাঁর ঠিক পরেই আছেন টিমোথি শালামে, ‘কল মি বাই ইওর নেম’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য।

সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন-
মেরিল স্ট্রিপ (দ্য পোস্ট), সারশা রোনান (লেডি বার্ড), মার্গট রবি (আই, টনিয়া), ফ্রান্সেস ম্যাক ডরম্যান্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি), স্যালি হকিন্স (দ্য শেপ অব ওয়াটার)।

সেরা অভিনেতার মতো এই পুরস্কার নিয়েও বেশ আগে থেকেই নিশ্চিত বিশেষজ্ঞরা। ফ্রান্সেস ম্যাক ডরম্যান্ড এগিয়ে আছেন ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য। সেরা অভিনেত্রীর দৌড়ে দ্বিতীয় অবস্থানে আছেন সারশা রোনান। ‘লেডি বার্ড’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী তিনিও হতে পারেন বলে মতামত বিশেষজ্ঞদের।