চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্র-ইরানের বন্দী মুক্তি

জানুয়ারিতে ইরানের হাতে আটক ৫ মার্কিনির মুক্তির বিনিময়ে ইরানকে ৪শ’ মিলিয়ন ডলার ছাড় দেয়ার কথা স্বীকার করেছেন পেন্টাগন। ৭ জন ইরানির মুক্তির পাশাপাশি অর্থ বিনিময়ের অভিযোগ এতদিন অস্বীকার করা হয়েছিল।

সম্প্রতি পেন্টাগন কর্মকর্তা জন কিরবি এই অভিযোগ পরোক্ষভাবে স্বীকার করেন।

১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর ইরানের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পারমানবিক চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেয় এবং আটককৃত অর্থ ফেরতের প্রক্রিয়ায় ৪শ’ মিলিয়ন ডলার দেয়া হয়েছিল বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে দাবি করা হয়েছিল।