চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অবসরে আর পি সিং

১৩ বছরের জার্নি শেষ। এবার থামলেন ভারতীয় স্পিডস্টার রুদ্র প্রতাপ সি। নিজের টুইটার অ্যাকাউন্টে আবেগঘন টুইটে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন এই বাঁ-হাতি পেসার।

উত্তরপ্রদেশের এই বোলারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০০৫ সালের ৪ সেপ্টেম্বর। ১৩ বছর পর নিজের ক্রিকেট জীবনের ইতি ঘোষণা করেছেন সেই একই দিনে।

বিদায়ী বক্তব্যে আর পি লিখেছেন, ‘১৩ বছর আগে এই দিনটাই ছিল আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। জীবনে প্রথমবার আমি ভারতীয় জার্সি পড়েছিলাম। আজ (মঙ্গলবার) আমি নিজের বুট জোড়া তুলে রাখছি এবং সেই সব মানুষদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের জন্য আজ আমি এখানে পৌঁছাতে পেরেছি।’

টুইটে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-সহ উত্তরপ্রদেশ এবং গুজরাটের ক্রিকেট বোর্ডের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সাফল্যের জন্য স্ত্রী এবং মেয়েকেও ধন্যবাদ জানিয়েছেন আর পি সিং।

ভারতের হয়ে সর্বমোট ৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছিল আর পি সিংয়ের। টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টি মিলিয়ে তার নামের পাশে ১২৪টি উইকেট। দেশের হয়ে প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য তিনি।