চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অপেক্ষায় রাখলেন সাকিব

এক উইকেট পেলেই উঠে যেতেন চূড়ায়। মাশরাফী বিন মোর্ত্তজাকে টপকে দেশের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি বনে যেতেন সাকিব আল হাসান। সেটির অপেক্ষা আপাতত দীর্ঘ হল।

বড় অর্জনের হাতছানি সামনে রেখেও সাকিব থাকলেন উইকেটশূন্য। শুক্রবার মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১০ ওভারে ৪৮ রান দিয়েছেন বাঁহাতি স্পিনার। লঙ্কান অধিনায়ক কুশল পেরেরার উইকেট পাওয়ার সুযোগ তৈরি করলেও আফিফ হোসেনের হাত থেকে ক্যাচ পড়ায় সাফল্য সম্ভব হয়নি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। পূর্ণাঙ্গ সিরিজে রয়েছে তিনটি ওয়ানডে। শীর্ষে উঠতে সাকিবকে অপেক্ষা করতে হবে সে পর্যন্ত।

বাংলাদেশের হয়ে ওয়ানডে সংস্করণে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড দীর্ঘদিন ধরে দখলে রেখেছেন মাশরাফী। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা এ পেসারকে ছুঁয়ে ফেলেছেন সাকিব।

মাশরাফী ও সাকিবের উইকেট ২৬৯টি করে। দেশের হয়ে ২১৮ ম্যাচে মাশরাফী উইকেট নেন ২৬৯টি। ২১২ ম্যাচে সাকিবের দখলেও ২৬৯ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে টাইগার স্পিনার তিন উইকেট নিয়ে ছুঁয়ে ফেলেন নড়াইল এক্সপ্রেসকে।

আন্তর্জাতিক ওয়ানডেতে মাশরাফীর উইকেট অবশ্য ২৭০টি। এশিয়া একাদশের হয়ে বিশ্ব একাদশের বিপক্ষে একটি উইকেট নিয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারের শীর্ষে মুত্তিয়া মুরালিধরন। শ্রীলঙ্কান কিংবদন্তি অফস্পিনার ৩৫০ ম্যাচে নিয়েছেন ৫৩৪ উইকেট।