চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অপরিবর্তিত একাদশ নিয়ে শুরুতে বোলিংয়ে টাইগাররা

টানা দুই জয়ের পর ৭৬ রানে অলআউট হয়ে হার। জমে ওঠা সিরিজে ঘুরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে রেখেছে নিউজিল্যান্ড। এবার তাদের সমতা, নাকি ফের জয়ে হাঁটা বাংলাদেশের! এমন ম্যাচে শুরুতে বল করবে টাইগাররা। প্রথম তিন ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখে নেমেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে চতুর্থটিতে টম ল্যাথামের দলের বিপক্ষে টসে হেরে আগে বোলিংয়ের আমন্ত্রণ পেয়েছেন মাহমুদউল্লাহরা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

গত বুধবার নিউজিল্যান্ডকে ৬০ রানে গুঁড়িয়ে ৭ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। শুক্রবার ৪ রানে জিতে করে ২-০। তৃতীয় ম্যাচে জিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।

শের-ই-বাংলা স্টেডিয়ামে চতুর্থ ম্যাচে জিতলে এক টি-টুয়েন্টি হাতে রেখেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। হারলে শেষ ম্যাচে সিরিজ ফয়সালার মঞ্চ হয়ে উঠবে অলিখিত ফাইনাল।

বাংলাদেশ একাদশ
নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।