চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

অনুমোদনহীন পণ্য রাখার দায়ে গুলশানে সুপার শপকে লাখ টাকা জরিমানা

রাজধানীর গুলশানে ‘ল্যাভেন্ডার সুপার শপ’কে এক লাখ টাকা জরিমানা করেছেন ৫-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫), ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস্ এন্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই।

রোববার এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল ও ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানজিলা কবির ত্রপা এ অভিযান পরিচালনা করেন।

এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল গণমাধ্যমকে বলেন: ‘ল্যাভেন্ডার সুপার সপ’ বিএসটিআই লাইসেন্স ছাড়া অনুমোদনহীন পণ্য যেমন- শ্যাম্পু, স্ক্রিন ক্রিম, সাবান, ফ্রুট জুস, টমেটো কেচাপ ইত্যাদি পণ্য বিক্রয় ও বিপণন করায় তাদেরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।