চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু বৃহস্পতিবার

অনলাইনে ভর্তির আবেদনের সুযোগসহ সারা দেশে বৃহস্পতিবার থেকে উচ্চমাধ্যমিক কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে।

শিক্ষার্থীরা এবার অনলাইনে ১০টি কলেজ এবং মোবাইল এসএমএসের মাধ্যমে আরো ১০টি কলেজে আবেদন করতে পারবে।

শিক্ষার্থীরা অনলাইন এবং মোবাইল এসএমএস’র মাধ্যমে ভর্তির আবেদন করতে পারবে মোট ২০টি কলেজে।

অনলাইনে ভর্তির জন্য( www.xiclassadmission.gov.bd )ওয়েবসাইটে লগইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। এর জন্য শিক্ষার্থীকে তার পাসের সাল, বোর্ড, রোল নাম্বারের সঙ্গে রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।

২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা অনুযায়ী অনলাইন ও এসএমএস’র মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে ২৬ মে থেকে ৯ জুন পর্যন্ত।