চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘অজ্ঞাত কারণে’ সিএনএনের সাবেক সঞ্চালকের মৃত্যু

মাত্র ৩৪ বছর বয়সে মারা গেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক নেটওয়ার্ক সিএনএনের ‘ইনসাইড আফ্রিকা’ অনুষ্ঠানের সাবেক সঞ্চালক সোনি মেঠু। কিন্তু মৃত্যুর দুদিন পেরিয়ে গেলেও এর কারণ এখনো জানা যায়নি।

ইনসাইড আফ্রিকা ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত সিএনএনের সবচেয়ে জনপ্রিয় আন্তর্জাতিক অনুষ্ঠানের একটি ছিল। সেই সূত্রে অনুষ্ঠানের সঞ্চালক কেনিয়ার সাংবাদিক সোনি মেঠুও ছিলেন সুপরিচিত।

সোনির বোন ফাইথ মেঠু বলেন, বৃহস্পতিবার সোনি হঠাৎই পেটে প্রচণ্ড ব্যথা হওয়ার কথা জানান। কিছুক্ষণ পর তার তীব্র খিঁচুনি শুরু হয়। দ্রুত হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।

প্রাথমিক পর্যবেক্ষণে সোনির মৃত্যুর কারণ জানা যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। ‘ঠিক কী হয়েছিল’ তা জানতে শিগগিরই তার ময়নাতদন্ত করা হবে বলে জানান ফাইথ মেঠু।

সাবেক সহকর্মীর আকস্মিক মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে সিএনএন। বিবৃতিতে বলা হয়েছে: ‘আমরা আমাদের বন্ধু এবং সাবেক সহকর্মী সোনি মেঠুর মৃত্যুতে স্তব্ধ ও শোকাহত। সিএনএনের সবার পক্ষ থেকে মৃতের পরিবার ও স্বজনদের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

সোনি সর্বশেষ চীনভিত্তিক নিউজ নেটওয়ার্ক সিজিটিএনে কর্মরত ছিলেন। এর আগে ই নিউজ আফ্রিকার পূর্ব আফ্রিকা প্রতিনিধি হিসেবে দু’বছর দায়িত্ব পালন করেছিলেন তিনি।