
জনশক্তি রপ্তানিকারকদের অনিয়ম, দুর্নীতি এবং সৌদি আরবের কঠোর মনোভাবের কারণে সৌদি প্রবাসীদের দেশে ফিরে আসার ঢল চলছে। ফেরত আসা কর্মীরা বলছেন, ভিসা নবায়ন ও ওয়ার্কপারমিটের ফি অতিরিক্ত বাড়ানোসহ সৌদি আরবে যে হারে ধরপাকড় চলছে তাতে সে দেশে বাংলাদেশিরা আর থাকতে পারবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
নেত্রকোনার আকতার হোসেন ১৯ বছর ধরে কাজ করেন সৌদি আরবের মক্কার এক মেডিক্যাল সেন্টারে। সোমবার সকালে বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরে আসেন তিনি। বিমান বন্দরে চ্যানেল আইকে তিনি বলেন: সৌদি আরবে বাংলাদেশিরা প্রতিটি মুহূর্ত পার করছেন চরম অনিশ্চয়তায়।
আখতার হোসেনর মতো আরো অনেকেই প্রতিদিন এভাবে খালি হাতে ফিরছেন।
ফিরে আসা কর্মীরা বলছেন সৌদি সরকারের নতুন নীতির কারণে প্রবাসীদের ধরতে যে ধরপাকড় চলছে তাতে বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বিমানবন্দরে দায়িত্বশীল বিভিন্ন সূত্র দাবি জানিয়েছে, সৌদি আরব থেকে এভাবে প্রতিদিন কমপক্ষে ৫০ জন ফিরে আসছেন। বছর ঘুরলে এ সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
আরও দেখুন ভিডিও রিপোর্টে: