চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সিঙ্গাপুরের রাস্তায় নজর রাখবে রোবট

KSRM

সিঙ্গাপুরের রাস্তায় কেউ কোনো নিয়ম ভাঙছে কি না তার ওপর নজর রাখবে জেভিয়ার নামে একটি রোবট।

যে আচরণগুলোকে অনাকাঙ্খিত সামাজিক আচরণ হিসেবে গণ্য করা হয়, সেগুলো কেউ করছে কি না, তা পর্যবেক্ষণ করার দায়িত্ব পালন করবে রোবটটি।

Bkash July

এরমধ্যে রয়েছে, একসাথে পাঁচ জনের বেশি মানুষের সমাবেশ, নিষিদ্ধ স্থানে ধূমপান এবং অনুমতি ছাড়া কেউ রাস্তায় কিছু বিক্রি করছে কিনা তা নজরদারি করা।

রোবট জেভিয়ার সামনের তিন সপ্তাহ তোয়া পেওহ সেন্ট্রালে নজর রাখবে। রোবটটিতে থাকা ক্যামেরার সাহায্যে ৩শ’ ৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে আশপাশের সবকিছু দেখতে পাবে সিঙ্গাপুরের কমান্ড সেন্টার।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View