লাদাখের প্যাংগন লেকের দক্ষিণ তীরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) অতিক্রম করে ভারতীয় সেনারা গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে চীন।
চীন বলছে, অবৈধভাবে প্রবেশ করে ভারতীয় সেনারা সতর্কতামূলক গুলি চালায়।
সোমবার রাতে চীনের পিপল’স লিবারেশন আর্মির(পিএলএ) এর এক মুখপাত্র দাবি করেন, ভারতীয় সেনাদের গুলিতে পরিস্থিতি স্থিতিশীর করতে পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে চীনের সীমান্ত রক্ষাকারী বাহিনী।
তবে তা কোন ধরনের পদক্ষেপ তা বলেনি চীন।
এনডিটিভি বলছে, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এই ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। তবে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া জানানো হয়নি।
গত কয়েক মাস যাবত লাদাখ সীমান্তে চীন-ভারতের মধ্যে উত্তেজনা চরমে বিরাজ করছে। উভয় পক্ষের মধ্যে কয়েকবার সংঘর্ষ বাঁধে। উত্তপ্ত হয়ে উঠে সীমান্ত এলাকা। উভয় পক্ষের নানা দোষারোপের মধ্যেও সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দুই দেশের উত্তেজনা নিরসনে একমত হয়েছে বলে জানায়।
সংকট নিরসনে সম্প্রতি দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের কথা রয়েছে।