চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রবিবার দুপুরে চ্যানেল আইয়ে ‘সুতপার ঠিকানা’

নারীর জীবনে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি থেকে স্বামীর বাড়ি হয়ে ছেলের বাড়িতে পরিবর্তিত ও স্থানান্তরিত হওয়ার যে চলমান চক্র প্রবাহিত এমন এক মায়ের গল্প নিয়ে নির্মিত আলোচিত চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’।

১৭ থেকে ৪৭ বছর বয়সের বিভিন্ন পর্যায়ে ‘সুতপা’ চরিত্রে অভিনয় করেছেন অর্পণা ঘোষ।

সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে চলার পাশাপাশি প্রদর্শীত হয়েছে দেশ-বিদেশের নানা চলচ্চিত্র উৎসবে। গেল ঈদুল আযহার ঈদ আয়োজনে দর্শক সিনেমাটি দেখতে পারেন চ্যানেল আইয়ের পর্দায়।

প্রশংসিত এই সিনেমাটি আবারও দেখতে পারবেন ছোট পর্দার দর্শক। রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে দেখানো হবে ‘সুতপার ঠিকানা’।

প্রসূন রহমান পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’। এতে নাম-ভূমিকায় অপর্ণা ঘোষ ছাড়াও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শাহাদাৎ হোসেন, মাহমুদুল ইসলাম, কুমার নিবিড় প্রমুখ। সিনেমাটির সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ।

Labaid
BSH
Bellow Post-Green View