আগের রাতে ঘরের মাঠে এইবারের বিপক্ষে ড্র করেছে বার্সেলোনা। পরের রাতে এলচের মাঠে একই ব্যবধানে ড্র করে পয়েন্ট হারিয়ে বছর শেষ করল রিয়াল মাদ্রিদও।
বুধবার রাতে এলচের মাঠে ১-১ গোলে পয়েন্ট খুইয়েছে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানকে হার এড়ানো গোলটি এনে দেন লুকা মদ্রিচ।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২০ মিনিটে লিড নিয়েছিল রিয়ালই। হেডে জাল খুঁজে নেন মদ্রিচ। ওই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অতিথিরা।
বিজ্ঞাপন
মধ্যবিরতির পর ফিরে দ্রুতই সমতা টানে এলচে। ৫২ মিনিটে স্বাগতিকদের মুখে হাসি ফোটান পেনাল্টিতে গোল আনা ফিদেল সাভেজ।
এরপর কেউ আর ব্যবধান বাড়ানো, তথা জয় তোলা গোলটি আনতে পারেনি।
এই জয়ে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্টে টেবিলের দুইয়ে থাকল রিয়াল।
শীর্ষের অ্যাটলেটিকো মাদ্রিদ লুইস সুয়ারেজের গোলে গেটাফেকে ১-০তে হারিয়ে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট ঝুলিতে জমিয়েছে। ১৫ ম্যাচে ২৫ পয়েন্টে স্প্যানিশ টেবিলের ছয়ে পড়ে আছে বার্সেলোনা।