বাংলাদেশি তরুণদের বিশ্বজয়
রোবটিক্স’এ বাংলাদেশি তরুণদের বিশ্বজয় এটাই প্রথম। যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত ইউনির্ভাসিটি রোভার চ্যালেঞ্জ আর্ন্তজাতিক রোবটিক প্রতিযোগিতায় বিশ্বের সেরা দশে জায়গা করে দেশে ফিরেছেন ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি, বাংলাদেশ (আইইউবি) এর ১১ তরুণ। সঙ্গে ফিরেছে নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি উদ্ভাবকদের তাক লাগিয়ে দেয়া ‘টিম এ্যাটেন্ডেন্ট’-এর চার চাকা এবং একটি যান্ত্রিক হাতের সংযোজনে তৈরি গ্রহচারীযান। মহাকাশপ্রযুক্তির জগতে এই যানের নাম রোভার। ইউনির্ভাসিটি রোভার চ্যালেঞ্জ ২০১৭-তে রেকর্ড সংখ্যক ১৬টি দেশের ৮২ দল অংশগ্রহণ করে। দু’টি পর্যায়ে বাছাই করে ৩৬টি দলকে মাঠপর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়। ৭টি দেশের ৩৫টি দল তাদের রোভারগুলো নিয়ে উটাহর মরুভূমিতে এই প্রতিযোগিতায় অংশ নেয়। বাংলাদেশ থেকে ৫টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করলেও বিশ্বের সেরা দশে স্থান পেয়েছে ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি, বাংলাদেশ (আইইউবি)। এই বিশ্ববিদ্যালটি রোবটিক প্রতিযোগিতায় বাংলাদেশের মধ্যে প্রথম ও এশিয়ার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টে: