চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

টিকিট নিয়েও চলছে ‘খেলা’

সাদা পোশাক তুলে রেখে রঙিন পোশাক জড়িয়েছে বাংলাদেশ দল। দর্শকদের মাঝে স্টেডিয়ামে এসে খেলার দেখার আগ্রহও বেড়ে গেছে বহুগুণ। টেস্ট সিরিজে গ্যালারি ফাঁকা থাকলেও ফরম্যাট বদলাতেই চেনারূপে ফিরেছে শের-ই-বাংলা স্টেডিয়াম।

উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দেখতে দর্শকে পরিপূর্ণ মিরপুরের গ্যালারি। সবাই এসেছেন নিজ দেশকে সমর্থন যোগাতে, ক্রিকেট উপভোগ করতে। তাদেরকে আলাদা করার কোনো সুযোগ নেই। তবে একটি জায়গায় তাদের মাঝে পার্থক্য অনেক।

Bkash July

কেউ এসেছেন নির্ধারিত বুথে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট সংগ্রহে করে, কেউ পেয়েছেন সৌজন্য টিকিট। কেউ ইউক্যাশ অ্যাকাউন্ট খুলে অনলাইনে টিকিট কেটেছেন, কেউ কালোবাজারিদের কাছ থেকে চড়া দামে টিকিট সংগ্রহ করে এসেছেন মাশরাফী-সাকিব-তামিমদের খেলা দেখতে।

ওয়ানডে কিংবা টি-টুয়েন্টি সিরিজ এলেই মিরপুরে চলে কালোবাজারিদের দৌরাত্ম্য-আধিপত্য। অনলাইন, বুথ, দুই জায়গাতেই টিকিট সংগ্রহে থাকে অনিশ্চয়তা। সেখানে কতগুলো টিকিট ছাড়া হবে তা নির্দিষ্ট থাকে না কখনোই। যে কারণে অনেক দর্শকের ভরসার জায়গা স্টেডিয়ামে এসে বেশি দামে টিকিট ক্রয়।

Reneta June

দেড়শ টাকার টিকিট ৬০০, তিনশ টাকার টিকিট বিক্রি হচ্ছে ১০০০ টাকায়। বাংলাদেশের পারফরম্যান্স ভালো হতে থাকলে টিকিটের দাম বাড়তে থাক হু-হু করে।

ইউসুফ আল হাসান নামের এক তরুণ ক্রিকেটপ্রেমী টিকিট নিয়ে মাঠে আসার আগে ফেসবুকে নিজের ওয়ালে লিখেছেন- ‘টিকেট নামের সোনার হরিণ হাতে পেলাম ৩০০ টাকারটা ১০০০ টাকা!’ প্রথম ওয়ানডের টিকিট হাতে পাওয়ার আনন্দের সঙ্গে মিশে থাকল তিনগুণ দামে সেটি কেনার হতাশাও!

Labaid
BSH
Bellow Post-Green View