চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

খেরসন শহর ঘিরে রেখেছে রাশিয়ান সেনা

রুশ সেনারা মাইকোলাইভ ও নিউ কাখোভকার মধ্যবর্তী শহর খেরসন-এ হামলা শুরু করেছে বলে জানিয়েছে ইউক্রেন সরকার।

হামলার ষষ্ঠদিনে আজ খেরসন শহরে আক্রমণের খবর পাওয়া গেছে।

Bkash July

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাশিয়ান সৈন্যরা বিমানবন্দর থেকে নিকোলায়েভ হাইওয়ে এবং কোল্ড স্টোরেজ প্ল্যান্টের কাছে দিকে অগ্রসর হচ্ছে। ইউক্রেনের স্টেট সার্ভিস ফর স্পেশাল কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন প্রোটেকশন’র বরাতে তথ্যটি জানিয়েছে বিবিসি।

খেরসন বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

Reneta June

খেরসনের মেয়র ফেসবুকে জানিয়েছেন, শহরটি রাশিয়ান সৈন্য দ্বারা বেষ্টিত কিন্তু দখল করা হয়নি। রুশ সেনাবাহিনী শহরের প্রবেশপথে চেকপোস্ট বসিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন। পরে বিভিন্ন শহরে হামলার খবর পাওয়া যায়। আজ সোমবার রাশিয়ার ইউক্রেন আক্রমণের পঞ্চম দিন চলছে। এরই মধ্যে অন্তত ৫টি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া।

 

Labaid
BSH
Bellow Post-Green View