চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

একাদশে চার পরিবর্তন নিয়ে শুরুতে বোলিংয়ে টাইগাররা

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হয়ে গেছে। বাংলাদেশের সামনে এবার পরীক্ষা-নিরীক্ষা ও ব্যবধান বাড়ানোর পালা। নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-টুয়েন্টিতে একাদশে চার পরিবর্তন নিয়ে শুরুতে বোলিং করবে টাইগাররা।

শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে পঞ্চম তথা শেষটিতে টম ল্যাথামের দলের বিপক্ষে নেমেছে বাংলাদেশ। টসে হেরে আগে বোলিংয়ের আমন্ত্রণ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদরা।

শের-ই-বাংলা স্টেডিয়ামে একাদশে ফিরেছেন সৌম্য সরকার, শামীম পাটোয়ারি, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। নেই সাকিব আল হাসান, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

প্রথম ম্যাচে কিউইদের ৬০ রানে গুঁড়িয়ে ৭ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৪ রানে জিতে করে ২-০। তৃতীয় ম্যাচে ৫২ রানে জিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। চতুর্থ টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ
নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

Labaid
BSH
Bellow Post-Green View