চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নায়িকা জাহারা মিতুর বই উন্মোচন করে যা বললেন ওবায়দুল কাদের

চিত্রনায়িকা জাহারা মিতুর লেখা প্রথম কবিতার বই প্রকাশ হয়েছে অমর একুশে বই মেলায়। ‘প্রেমিকার নাম কবিতা’ নামে সেই বইয়ের মোড়ক উন্মোচন করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির মেলা প্রাঙ্গণে সেতুমন্ত্রী নিজে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি। জাহারা মিতুসহ আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, চিত্রনায়িকা কেয়া, প্রকাশক অচিন্ত্য চয়ন প্রমুখ।

Bkash July

মোড়ক উন্মোচন শেষে ওবায়দুল কাদের বলেন, শত সেতুর উদ্বোধনের পর এবার শত কবিতার মোড়ক উন্মোচন করলাম। আমরা জানতাম মিতু একজন নায়িকা। এবার জানলাম, সে ভালো লেখকও। আমরা চাই শিল্পচর্চার সঙ্গে যারা জড়িত আছেন, তারা যেন জ্ঞানচর্চার সঙ্গেও জড়িত থাকে।

তিনি আরও বলেন, বই পড়ার কোনো বিকল্প নেই। পড়াশোনা ছাড়া কেউ বড় হতে পারবে না। বড় হতে হলে বই পড়তে হবে এবং আরও পড়তে হবে।জাহারা মিতুর উদ্দেশে সেতু মন্ত্রী বলেন, মিতুকে নায়িকা বলে জানতাম, সে এখন কবি হয়ে গেছে। তার বই প্রকাশ পেয়েছে।

Reneta June

জাহারা মিতুর প্রথম সিনেমা ‘আগুন’র মহরতে এসেছিলেন ওবায়দুল কাদের। বইয়ের মোড়ক উন্মোচন শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জাহারা মিতু বলেন,  আমি চিরকৃতজ্ঞ মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট। তিনি শুরু থেকে আমার প্রতি দোয়া রেখেছেন।

জানা যায়, এবারের বইমেলায় দেশ প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে জাহারা মিতুর প্রথম লেখা কবিতার বই ‘প্রেমিকার নাম কবিতা’।

সুন্দরী প্রতিযোগিতা, উপস্থাপনা, এরপর নায়িকা হন জাহারা মিতু। ইতোমধ্যে তার জয় বাংলা নামে একটি ছবি মুক্তি পেয়েছে। আগামী ঈদে মুক্তি পাবে তার অভিনীত ছবি আগুন। মুক্তির অপেক্ষায় মিতুর আরও ছবি শত্রু, কুস্তীগির।

Labaid
BSH
Bellow Post-Green View