
মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’ এ একের পর এক ফিচার যুক্ত করে চলেছেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক। সেই ধারায় এবার যুক্ত হল চাকরির বিজ্ঞাপন দেওয়ার ফিচার। এখন থেকে সংস্থাগুলোর ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে চাকরির বিজ্ঞাপন দেওয়া যাবে।
এনডিটিভি জানিয়েছে, এক্স হায়ারিং-এর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে এই নতুন ফিচারের ঘোষণা দেওয়া হয়েছে। পোস্টে বলা হয়েছে, এক্স হায়ারিং বিটাতে প্রাথমিক অ্যাক্সেস আনলক করুন- শুধুমাত্র ভেরিফাইড সংস্থাগুলোর জন্য। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলোকে তুলে ধরুন এবং লক্ষ লক্ষ প্রার্থীদের কাছে পৌঁছে যান।
এক্স হায়ারিং এ যুক্ত হতে সংস্থাগুলোকে নির্দিষ্ট কিছু তথ্য দিয়ে সাইন আপ করতে হবে এবং এর জন্য প্রতিমাসে এক হাজার ডলার (প্রায় ১ লক্ষ ১০ হাজার টাকা) পরিশোধ করতে হবে। আগেই ভেরিফাইড হওয়া সংস্থাগুলো এখন থেকেই এই সুবিধা উপভোগ করতে পারবেন।

চলতি বছরের মে মাসে এই ফিচারটি যুক্ত করার ইঙ্গিত দিয়েছিলেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক।
বিজ্ঞাপন