চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ঈদে ‘পরী’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

চ্যানেল আইয়ের পর্দায় ঈদের ৭ম দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখা যাবে শিশুতোষ ছবি ‘পরী’

KSRM

যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল আযহাতেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার!

এরমধ্যে থাকছে তরুণ নির্মাতা রাশেদ শামীম স্যামের শিশুতোষ চলচ্চিত্র ‘পরী’। ঈদ আয়োজনে ৭ম দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দর্শক ছবিটি দেখতে পারবেন। ছবিটি নিয়ে উচ্ছ্বসিত নির্মাতা। জানালেন, ‘পরী’ আমার স্বপ্নের প্রজেক্ট। আমাদের দেশে শিশুদের জন্য কাজ করা হয় না বললেই চলে। আমি তাদের জন্য এমন কিছু করতে চেয়েছি যা বড়দেরও ভালো লাগবে।

Bkash

‘পরী’ ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার খ্যাত মিম মানতাসা ও আমাজন রেজা। এছাড়া আরও অভিনয় করেছেন ওমর সানী, লারা লোটাস, দিলারা জামান, মোমেনা চৌধুরী, আবু হোরায়রা তানভীর, নাহিদ সুলতানা লেমন প্রমুখ।

দু’জন পথশিশুর জীবনের গল্পের উপর ভিত্তি করে ছবির কাহিনী গড়ে উঠেছে। ছবির মূলভাবনা নির্মাতা স্যামের। সুমন মজুমদারের রচনায় ছবিটির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা স্বয়ং। এখানে ‘পরী’ চরিত্রে অভিনয় করেছেন নবাগত নওরীন।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View