চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মুখে ৩৮ টি দাঁত নিয়ে বিশ্ব রেকর্ড ভারতীয় নারীর

একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখে ৩২টি দাঁত থাকে। তবে ২৬ বছর বয়সী এক ভারতীয় নারীর মুখে রয়েছে ৩৮টি দাঁত। আর স্বাভাবিকের তুলনায় মুখে বেশি দাঁত থাকায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন ওই নারী।

এনডিটিভি জানিয়েছে, কল্পনা বালান নামক ওই নারীর মুখে সাধারণ প্রাপ্তবয়স্কদের থেকে ছয়টি দাঁত বেশি থাকায় তিনি বিশ্ব রেকর্ড গড়েছেন।

Bkash

এই বিষয়ে কল্পনা বালান বলেন, আমি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড খেতাব পেয়ে খুব খুশি। এটা আমার সারাজীবনের অর্জন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে, কল্পনা বালানের নিচের চোয়ালে চারটি অতিরিক্ত দাঁত এবং ওপরের চোয়ালে দুটি অতিরিক্ত দাঁত রয়েছে। কিশোর বয়সেই কল্পনার অতিরিক্ত দাঁত উঠতে শুরু করে। কোন ব্যথা অনুভব না হলেও খাবার খাওয়ার সময় প্রায়ই তা দাঁতের মধ্যে আটকে যেত।

Reneta June

কল্পনার বাবা-মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার দাঁতগুলোকে আরও বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন। কারণ দাঁতগুলো তখন ছোট থাকায় তা অপসারণ করা সম্ভব ছিল না। কিন্তু দাঁতগুলো যখন বড় হয়ে যায় তখন কল্পনা সেগুলো রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন।

অতিরিক্ত দাঁত উঠাকে চিকিৎসার ভাষায় বলা হয় হাইপারডোনটিয়া বা পলিডোনটিয়া। বিশ্বের জনসংখ্যার মাত্র ৩.৮ শতাংশ ব্যক্তির মুখে স্বাভাবিকের থেকে বেশি দাঁত থাকে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View