চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইউক্রেন যুদ্ধ নিয়ে জার্মানিতে বিশ্বনেতাদের বৈঠক

জার্মানিতে ৫৯তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিশ্বনেতারা যোগ দিচ্ছেন। সম্মেলনে মূল আলোচনার বিষয় হবে ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধ।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সম্মেলনে বিশ্ব নেতাদের সাথে যোগ দিতে প্রস্তুত রয়েছেন। তিন দিনের শীর্ষ সম্মেলনের আজ প্রথম দিনে বক্তৃতাকারীদের মধ্যে থাকবেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে উপস্থিত থাকবেন।

তারা এমন সময় এ বৈঠকে বসছেন যখন বিশেষ সামরিক অভিযান শুরুর বর্ষপূর্তি উপলক্ষ্যে ইউক্রেনে আরও ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। গত কয়েক দিনে বাখমুতের কিছু এলাকা দখল করে নিয়েছে রুশ বাহিনী।

অন্যদিকে দোনেৎস্কে ভয়াবহ গোলাবর্ষণ করে যাচ্ছেন রুশ সেনারা। অঞ্চলটির অর্ধেক এখন তাদের নিয়ন্ত্রণে। রাশিয়ার গোলাগুলিতে গত ২৪ ঘণ্টায় দোনেৎস্ক অঞ্চলের ৫ জন বাসিন্দা নিহত এবং ১০ জন আহত হয়েছেন বলে জানায় দোনেৎস্ক অঞ্চলের সামরিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো।