রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ‘সেন্সলেস ওয়ার’ বলল বিশ্বব্যাংক-আইএমএফ
আবারো কি মহামন্দার কবলে পড়তে যাচ্ছে গোটা দুুনিয়া? নাকি মানবতা বাঁচাতে ক্ষমতাধর দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের বিবেক জাগ্রত হবে-এই প্রশ্ন সামনে রেখে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভা শুরু হয়েছে।
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ‘সেন্সলেস ওয়ার’ আখ্যায়িত করে তারা শংকা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল অনেক দেশই হয়তো সময়মতো ঋণের কিস্তি শোধ দিতে পারবে না।
তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার আশ্বস্ত করেছেন, ঋণের কিস্তি শোধ নিয়ে কোন দুশ্চিন্তা নাই।
