চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

টাঙ্গাইলে ট্রাক উল্টে শ্রমিক নিহত

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাক উল্টে এক শ্রমিক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও দুই শ্রমিক।

আজ বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই শ্রমিক বগুড়ার চান্দাইকোনার রশিদ।

আহত শ্রমিকরা জানান, নাটিয়াপাড়া থেকে ট্রাকে গাছ ভর্তি করে তারা বগুড়ার চান্দাইকোনা যাচ্ছিল। সল্লা বাসস্ট্যান্ড পার হবার সময় অপর একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে গাছের উপর থাকা শ্রমিক রশিদ গাছের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

Labaid
BSH
Bellow Post-Green View