পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
দগ্ধ ৩
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও একই ঘটনায় তিন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছে। হতাহতদের উদ্ধার ও চিকিৎসা সহায়তায় অনন্য অবদান রাখে বাংলাদেশ ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা।
রোববার দুপুরে দুমকি জনতা কলেজ মাঠে মৃত শ্রমিকের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে নির্মাণাধীন ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারাল ভবনের ছাদে দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, ভবনের পাঁচ ফুট দূরত্বে বিদ্যুতের মেইন লাইন অরক্ষিত রেখে ঐ শ্রমিকদের দিয়ে ঠিকাদার জোর করে রড বাঁধানোর কাজ করাচ্ছিলেন। ক্রেন দিয়ে ছাদে রড উঠানোর সময় বিদ্যুতের তারে সংযোগ লেগে বিকট শব্দে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়ে ৪ শ্রমিক ছিটকে পড়েন। গুরুতর দগ্ধ ৪ শ্রমিককে বিশ্ববিদ্যালয় হেলথ কেয়ার সেন্টার ও দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল হাসপাতালে প্রেরণ করেন।
পরে বরিশাল হাসপাতালে শফিকুল (৩৮) নামের এক শ্রমিক মারা যায়। অন্য তিনজনকে বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। আহত শ্রমিকদের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে।