উইম্বলডনের গতবারের শিরোপাজয়ী কার্লোস আলকারাজকে হারিয়ে ট্রফি জিতে নিয়েছেন ইয়ান্নিক সিনার। একমাস আগে ফ্রেঞ্চ ওপেনে আলকারাজের কাছে হারের শোধ যেন নিলেন ২৩ বর্ষী সিনার। চার সেটে খেলা শেষ করেছেন তিনি। আলকারাজের টানা তিন শিরোপা জয়ের আক্ষেপ রয়ে গেল তাতে।
লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে রোববার রাতে প্রথম সেটে তুমুল লড়ে জয় আনেন আলকারাজ। প্রথম সেট আলকারাজ ৪-৬ জিতেও পরে আর কোন সেটে সিনারের সামনে সুবিধা করতে পারেননি।
স্প্যানিশ তারকা আলকারাজের প্রথম সেট জেতার পর দৃশ্যপট পাল্টে দিয়েছেন সিনার। টানা তিন সেট ৬-৪এ জেতেন ইতালিয়ান টেনিস তারকা। ৪-৬, ৬-৪, ৬-৪ ও ৬-৪তে হারিয়ে প্রথমবার উইম্বলডনের রাজা বনে যান সিনার।








