চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

যুদ্ধে হেরে গেলে পুতিনের কী হবে?

সাবেক রুশ কূটনীতিক বরিস বোন্ডারেভ বলেছেন: পুতিন যদি তার পছন্দের শর্তে যুদ্ধে জয়ী হতে না পারেন, তবে শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে বাধ্য করা হতে পারে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এতথ্য জানা যায়।

Bkash

বরিস বোন্ডারেভ গত বছর রাশিয়ার ইউক্রেন আক্রমণের জন্য পদত্যাগ করেন। তিনি জেনেভায় রাশিয়ার কূটনৈতিক মিশনে অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছিলেন।

বরিস বলেন, পুতিনকে সরানো যেতে পারে। তিনি সুপারহিরো নন। তার কোনো পরাশক্তি নেই। তিনি কেবল একজন সাধারণ স্বৈরশাসক।

Reneta June

তিনি বলেন, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো এই ধরণের স্বৈরশাসকের সবসময় পতন হয়। যদি তারা যুদ্ধে হেরে যায় এবং সমর্থকদের চাহিদা পূরণ করতে না পারে। যদি রাশিয়া যুদ্ধে হেরে যায়, তাহলে পুতিনের একই পরিণতি হবে। পুতিনের সমর্থকরা তখন ভাবতে পারে যে তাদের আর পুতিনের প্রয়োজন নেই।

ইউক্রেনের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে রাশিয়ার অনেক ক্ষতি হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে মস্কো যখন ইউক্রেনে তার সামরিক বাহিনী পাঠায়, তখন অনেক বিশেষজ্ঞ ভবিষ্যদ্বাণী করেছিলেন, ইউক্রেন অনেক ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু ইউক্রেন সামরিকভাবে শক্তিশালী প্রতিবেশীর বিরুদ্ধে একবছর পার হওয়ার পরেও তাদের অবস্থান ধরে রেখেছে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View