চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কথা বলতে পারেন না, কিন্তু সব জানেন রহস্যময় এই কয়েদী!

রহস্যময় কয়েদীকে নিয়ে নির্মিত ‘তাকদীর’ নির্মাতার নতুন ওয়েব সিরিজ ‘কারাগার’ আসছে ১৯ আগস্ট

চলতি মাসের ১৯ তারিখে ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ে আসছে ‘কারাগার’ নামের ওয়েব সিরিজ। ‘তাকদীর’ এর নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় এই সিরিজে নাম ভূমিকায় একজন রহস্যময় কয়েদীর চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। শুক্রবার এল সেই সিরিজটির ট্রেলার।

এরআগে কয়েদীর চরিত্রে অভিনেতা চঞ্চলের ভিন্ন ভিন্ন কয়েকটি লুক প্রকাশ করে হইচই, সঙ্গে ছিলো কয়েক সেকেন্ডের টিজার। এরপর থেকেই আলোচনায় কয়েদী চঞ্চল। সেই আলোচনা যেন আরও উস্কে দিলো ‘কারাগার’ এর ট্রেলার!

Bkash July

কারণ, এখানে দর্শক ‘কারাগার’ এর গল্প নিয়ে কিছুটা আভাস পেয়েছেন। ট্রেলারে দেখা যায়, আকাশনগর সেন্ট্রাল জেলে ৩২৫ জন কয়েদী। একদিন হেড-কাউন্টের সময় দেখা গেল গোণার বাইরে একজন অতিরিক্ত কয়েদী। কয়েদী কম হলে চিন্তার বিষয়, বেশী হলে আরও চিন্তার বিষয়। কে এই কয়েদী? আর সে যে সেল কিনা গত ৫০ বছর ধরে বন্ধ, সেই ব্যক্তি ১৪৫ নাম্বার সেল এ কীভাবে এলো!

কিন্তু রহস্যময় কয়েদীর কাছ থেকে কোনো তথ্য পাচ্ছিলো না পুলিশ। কারণ সেই কয়েদী কথা বলতে পারে না, তবে ইশারা ভাষা বুঝেন! তার সাথে যোগাযোগের জন্য এমন একজনকে আনা হলো, যিনি প্রতীকী ভাষা বুঝেন। কয়েদী ইশারায় জানান, তিনি ২৫০ বছর ধরে জেলখানায় বন্দি, খুন করেছেন মীরজাফরকে! সমকাল নিয়ে সবজান্তা এই কয়েদীর তথ্যে বিস্মিত হন সকলে।

Reneta June

সিরিজে চঞ্চল চৌধুরীর পাশাপাশি অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতু সহ আরও অনেকে।

‘কারাগার’ এর ট্রেলার:

Labaid
BSH
Bellow Post-Green View