চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বিদেশিদের সমর্থনের দরকার আমাদের নেই: কৃষিমন্ত্রী

KSRM

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, বিদেশিদের সমর্থনের কোনো দরকার আমাদের নেই। জনগণ এই দেশের মালিক। জনগণের সমর্থন যদি থাকে তাহলে বিদেশি শক্তি আমাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। আমরা বিদেশি সাহায্য চাই না। আমরা চাই জনগণের সমর্থন।

তিনি আজ শনিবার (২৪ জুন) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে জেলা পরিষদ মিলনায়তনে শিক্ষক ফেডারেশনের আত্মপ্রকাশ ও শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

Bkash

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, পদ্মা সেতু, ফোর লেন সড়ক, পোর্ট, খাদ্য উৎপাদন বৃদ্ধি, গ্রামের উন্নয়ন, বাড়িতে বাড়িতে বিদ্যুৎ, শিল্প কারখানা, গ্রামে গ্রামে ইন্টারনেট, আইসিটি, কম্পিউটারের যে সার্বিক উন্নয়ন আমরা করেছি তা দৃশ্যমান। উন্নয়নের কারণে জনগণের আমাদের সাথে রয়েছে। জনগণ নির্ধারণ করবে আমাদের প্রতি তাদের সমর্থন আছে কিনা। সেটা নির্বাচনে প্রমাণিত হবে।

তিনি আরও বলেন, যারা নির্বাচন বয়কট করতে চান তারা ২০০১ থেকে ২০০৬ সালে ক্ষমতায় ছিলেন। অনেক অন্যায় করেছেন। এদেশে গণতন্ত্র ছিল বিপন্ন। জঙ্গীদের তোষণ করেছেন।

Reneta June

কৃষিমন্ত্রী এ সময় শিক্ষকদের উদ্দেশে বলেন, বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন করা। শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে হবে। সত্য প্রতিষ্ঠা করতে আমাদেরকে সহযোগিতা করতে হবে। শিক্ষকদেরকে সম্মিলিতভাবে এই কাজে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইয়াকুব আলী, মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, শিক্ষক ফেডারেশনের আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, মধুপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশীল কুমার দাস এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View