চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ক্যাটরিনাকে ভয় পান ভিকি!

KSRM

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের মধ্যে সম্পর্কের সমীকরণ সম্পর্কে জানা যায় বিভিন্ন সময় বিভিন্ন সাক্ষাৎকারের মাধ্যমে। ইতোমধ্যেই বিভিন্ন সাক্ষাৎকারে তাদের দাম্পত্যের নানা গোপন কথা ফাঁস করেছেন তারা। আর এবার ভিকি জানালেন স্ত্রীকে (ক্যাটরিনা) নাকি ভীষণ ভয় পান তিনি!

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি জানান, ক্যাটরিনা নাকি বড্ড খুঁতখুঁতে। শুধু তাই নয়, ভীষণ নির্মমও। কোন রাখঢাখ না রেখেই বলে ফেলেন সব কিছু। ভিকির সমালোচনা করতে নাকি তার স্ত্রীর জুরি মেলা ভার।

Bkash

অভিনেতা আরো বলেন, ‘‘ক্যাট আসলে আমাকে যেমন কাজে সাহায্য করে, তেমনই কিছু ভুল হলেই এমন সমালোচনা করবে যে তাতে কোন ছাড় থাকে না। ও এই বিষয়ে বেশ নির্মম। রাখ-ঢাক রেখে কিছু বলে না।’’

স্ত্রী ক্যাটরিনার স্বভাব নিয়ে এর আগেও মুখে খুলেছেন ভিকি। তিনি জানিয়েছিলেন, বাড়িতে কে কোন পোশাক পরছে সেই নিয়েও খবরদারি করার স্বভাব রয়েছে ক্যাটরিনার।

Reneta June

২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ বিবাহবন্ধনে আবদ্ধ হন। সম্পর্ক নিয়ে এর আগে মুখ না খুললেও, সামাজিক মাধ্যমে বরাবরই নিজেদের সুন্দর মুহূর্তগুলোর ছবি শেয়ার করেন ভিকি ও ক্যাটরিনা।

সূত্র: পিঙ্কভিলা

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View