চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কৃতি-প্রভাসের প্রেম ফাঁস করলেন বরুণ ধাওয়ান

KSRM

কৃতি-প্রভাসের প্রেম নিয়ে যে কানাঘুষো শোনা যাচ্ছিল, তাতেই যেন সিলমোহর দিলেন বরুণ ধাওয়ান। ‘ভেড়িয়া’র প্রচারণায় এসে কৃতির গোপন তথ্য ফাঁস করে দিলেন এই অভিনেতা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ‘ভেড়িয়া’র প্রচারণার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে এক রিয়্যালিটি শো-তে করণ জোহর বরুণকে প্রশ্ন করছেন, ‘কৃতির নাম তালিকায় নেই কেন?’ এরপর বরুণ উত্তরে বলেন, ‘কৃতির নাম তালিকায় নেই কারণ কৃতির নাম আছে কারো হৃদয়ে।’

Bkash July

এরপর করণ বরুণকে জিজ্ঞেস করেন, ‘কার হৃদয়ে?’ বরুণ বলেন, ‘এক ব্যক্তি যিনি বর্তমানে মুম্বাইতে নেই, শুটিং করছেন দীপিকার সঙ্গে।’ এই কথায় কৃতিকে লজ্জা পেতে দেখা যায়। প্রভাস বর্তমানে প্রজেক্ট কে-এর শুটিং-এ ব্যস্ত আছেন দীপিকার সঙ্গে।

প্রভাসের সঙ্গে কৃতিকে দেখা যাবে ‘আদিপুরুষ’ ছবিতে। শোনা যাচ্ছে, এই ছবির কাজ করার সময়ই একে-অপরের প্রেমে পড়েন তারা।

Reneta June

সূত্র: হিন্দুস্তান টাইমস 

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View