চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রাজধানীর পার্ক ও মাঠ পরিচালনা করবে বিভিন্ন সামাজিক সংগঠন

রাজধানীর পার্ক ও মাঠের পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিকে দেয়া হচ্ছে।

উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম চ্যানেল আইকে জানিয়েছেন, সুষ্ঠু ব্যবস্থাপনায় এমন উদ্যোগে মাঠ ও পার্কগুলো খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখবে। মেয়র বলেন, স্থানীয় সংগঠনগুলোর ওই কার্যক্রমে বিশৃঙ্খলা হবে না।

রাজধানীর বিভিন্ন এলাকায় নির্মিত পার্ক ও খেলার মাঠ সংস্কার করে শৈল্পিক দৃষ্টিনন্দন করে নতুন আঙ্গিকে গড়ে তুলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

প্রায় বছর তিনেক ধরে চলা এমন কার্যক্রমের ধারাবাহিকতায় সম্প্রতি গুলশানের শহীদ তাজউদ্দিন আহমদ স্মৃতি পার্ক, বনানীর মুস্তাফা কামাল আতাতুর্ক পাকসর্হসহ ৫টি পার্ক ও মাঠের পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব দিতে প্রস্তাব আহবান করা হয়েছে।

সিটি কর্পোরেশন জানিয়েছে, পার্ক ও মাঠ সংস্কারে ফান্ড থাকলেও তা পরিচালনায় ফান্ড ও জনবল নেই। এজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।

মেয়র জানিয়েছেন, রাজধানীর উন্নয়নে বিভিন্ন ধরণের কার্যক্রম পরিচালনা করছে সিটি কর্পোরেশন।