গণতন্ত্রের প্রশ্নে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: পিটার হাস
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে সহজ করতে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি প্রণয়ন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রীর সাথে নির্ধারিত বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্র সব সময়ই গণতন্ত্রের প্রশ্নে বাংলাদেশের পাশে থাকবে। পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে সরকার একা চাইলেই হবে না, জনগণসহ সব স্তরেরই সহযোগিতা করতে হবে।