চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ঢাকায় মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী রেনা বিটার 

KSRM

যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী রেনা বিটার দু’দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, তিনি এ সময় দূতাবাস ও কনস্যুলেটের কর্মীদের সঙ্গে দেখা করবেন এবং কনস্যুলার কার্যক্রম পরিদর্শন করবেন। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেছেন, তার সফর বিদেশি মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধার প্রতি আমাদের গভীর এবং টেকসই প্রতিশ্রুতির গুরুত্বকে তুলে ধরে।

Bkash

মার্কিন কর্মকর্তার কনস্যুলার বিষয় নিয়ে বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

ঢাকায় আসার আগে তিনি পাকিস্তানের ইসলামাবাদ ও করাচি সফর করেন।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View