
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের আগে পরীক্ষায় ভালো করতে পারলেন না মুমিনুল হক, ইয়াসির আলি। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্টে হতাশ করেছেন জাতীয় দলের দুই ক্রিকেটার। সাজঘরে ফিরেছেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই।
আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে আগামী ১৪ জুন। মিরপুরে শুরু হয়েছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। ম্যাচ অনুশীলনের জন্য মুমিনুল-ইয়াসিরদের ক্যাম্পে না ডেকে পাঠানো হয় সিলেটে খেলতে।
নুরুল হাসান সোহান, নাসুম আহমেদকেও অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশ ‘এ’ দল শক্তি বাড়ালেও খেলায় তার প্রতিফলন নেই। বরং প্রথম দুই ম্যাচের চেয়ে হতাশাজনক পারফরম্যান্স তৃতীয় ও শেষ আনঅফিসিয়াল টেস্টে।
সফরকারী ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে থামে সাড়ে চারশর কাছে গিয়ে। পাঁচ ব্যাটারের ফিফটিতে ৪৪৫ রান তোলে। নাসুম আহমেদ শিকার করেন ৫ উইকেট। দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মুশফিক হাসান।

জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ৭ উইকেটে ১৫৭ রান।
সাইফ হাসান ৩২, জাকির হাসান ২৯ ও সোহান ২৮ রান করেন। মাহমুদুল হাসান জয় ৯, মুমিনুল ৫, ইয়াসির ৯ রানে আউট হন।