বাবার সাথে নাস্তা করে ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ল শিক্ষার্থী
বাবার সাথে বিশ্ববিদ্যালয়ে যাওয়া হলো না ইমতিয়াজের
নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর জংশন স্টেশনে বাবার সাথে হোটলে নাস্তা শেষ করে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেন থেকে পড়ে ট্রেনেই কাটা পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মৃত ইমতিয়াজ আলী পাবনার ঈশ্বরদী উপজেলার রুপপুর এলাকার ইসাহাক আলীর ছেলে।
শনিবার সকাল ৭টার কমিউটার ট্রেনে ঈশ্বরদী থেকে বাবা ইসাহক আলীকে সাথে নিয়ে রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল ইমতিয়াজ আলী। সে ওই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন।
আব্দুলপুর জংশন স্টেশন মাস্টার জিয়াউদ্দিন ও স্থানীয়রা জানান, সকাল ৮-৪৫ এর দিকে ট্রেনটি লালপুর উপজেলার আব্দুলপুর জংশন স্টেশনে পোঁছালে নাস্তা করার জন্য স্টেশন সংলগ্ন হোটেলে যান বাবা ইসাহক আলী ও ছেলে ইমতিয়াজ। নাস্তা শেষ করতেই ট্রেন ছেড়ে দিলে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে ট্রেনের চাকার নিচে পড়ে যান ইমতিয়াজ। এসময় ট্রেনের চাকায় কাটা পড়ে সাথে সাথেই মারা যান তিনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।