গত কয়েক মৌসুম ধরে নিজেদের সেরা ছন্দে নেই ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড। টানা বাজে পারফরম্যান্সে ছাঁটাই হয়েছেন কোচ এরিক টেন হাগ। স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর ওল্ড ট্রাফোর্ডে ষষ্ঠ স্থায়ী কোচ হিসেবে এসেছেন রুবেন আমোরিম। ৩৯ বর্ষী পর্তুগিজের বিশ্বাস এবার হারানো গৌরব ফিরে পাবে ইউনাইটেড। এজন্য নিজেকে সঠিক ব্যক্তি মনে করছেন তিনি।
ফার্গুসনের বিদায়ের পর থেকে একদশকের বেশি সময়ে আর কখনও লিগ শিরোপা জিততে পারেনি ইউনাইটেড। চলতি মৌসুমে ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ১৩তম স্থানে।
ইউনাইটেডকে সেরা ছন্দে ফেরানোই আমোরিমের নতুন চ্যালেঞ্জ। বলেছেন, ‘আমি কিছুটা স্বপ্নদর্শী, নিজের উপর বিশ্বাস আছে এবং ক্লাবকে বিশ্বাস করি। মনে করি, আমাদের একই ভাবনা, একই মানসিকতা, যা লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে।’
‘সত্যিই খেলোয়াড়দের সামর্থ্যে বিশ্বাস করি, জানি অনেকে অনেককিছু বিশ্বাস করেন না, কিন্তু আমি করি। নতুন কিছু চেষ্টা করতে চাই। বিশ্বাস করি, সঠিক সময়ে এখানে আমিই সঠিক ব্যক্তি। সত্যিই বিশ্বাস করি, আমিই সঠিক ব্যক্তি।’








