সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলে এক বিরল সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার এর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বলে জানানো হযেছে।
সোমবার (৭ এপ্রিল) এক সরকারি বিবৃতির উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এএফপি এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল ২০২০ সালে সম্পর্ক স্থাপন করে। কিন্তু ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর গাজা যুদ্ধ শুরু হয়। এরপর থেকে খুব কমই এই দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় যোগাযোগ হতে দেখা গেছে।
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং গিদিওন ‘গাজা উপত্যকায় ক্রমবর্ধমান মানবিক সংকট’ ও যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।
বিবৃতিতে বলা হয়েছে আবুধাবিতে ওই বৈঠকে, শেখ আবদুল্লাহ যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে কাজ করার অগ্রাধিকারের ওপর জোর দিয়েছেন। তিনি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে একটি ব্যাপক শান্তি অর্জনের লক্ষ্যে পুনরায় আলোচনা শুরু করার জন্য একটি গুরুতর রাজনৈতিক দিগন্তকে এগিয়ে নেওয়ার জরুরি প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেছেন।
গত মাসে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে গাজায় সামরিক অভিযান জোরদার করে ইসরায়েল, আলোচনার তাৎক্ষণিক বিবরণ দেয়নি। তবে গিদিওন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেন, এটি শেখ আবদুল্লাহর সাথে এটি তার দ্বিতীয় বৈঠক।
গিদিওন বলেন, আমরা আঞ্চলিক বিষয়গুলোর সম্পূর্ণ পরিসর নিয়ে আলোচনা করেছি, পাশাপাশি আমাদের দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো এগিয়ে নিয়েছি। মধ্যপ্রাচ্যে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে, তবে সহযোগিতা ও স্থিতিশীলতার উন্নত ভবিষ্যতের জন্য অংশীদার রয়েছে।








