দিনাজপুরের হিলি স্থলবন্দরে বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ডাকা দু’দিনের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে হিলিতেও দু’দিন কর্মবিরতি পালন শুরু করে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের বিধিমালা সংশোধনসহ বিভিন্ন দাবি নিয়ে ফেডারেল অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন সোমবার ও মঙ্গলবার স্থলবন্দরে পূর্ণদিবস কর্মবিরতি পালনের ডাক দেয়।

এ বিষয়ে জামিল হোসেন চলন্ত বলেন, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আগামী মাসের ৭ তারিখে আলোচনায় বসার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। দাবি না মানলে পরবর্তী কর্মসূচি নেয়া হবে।