চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নীলফামারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃ‌ত্যু

আনোয়ারুল আলম, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃ‌ত্যু হয়েছে । তাদের বয়স প্রায় চার বছর। আজ বুধবার ২১ সেপ্টেম্বর বেলা দুপু‌রে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের দলবাড়ি পাড়ার সবজি বিক্রেতা সাদ্দাম হোসেনের ‌ছে‌লে সা‌জিদ এবং কৃষক আবুল হোসেনের ছেলে তু‌হিন। নিহত দুই শিশু আপন চাচাতো ভাই।

বোতলাগাড়ী ইউনিয়নে পরিষদের সদস্য আবুল কালাম আজাদ জানান, নিহত ওই দুই শিশু বাড়ির পেছনে খোলা জায়গায় খেলা করছিল। খেলার এক পর্যায়ে পরিবারের সবার অজান্তে বাড়ি সংলগ্ন প্রতিবেশী আব্দুস ছালামের গোসলখানার ব্যবহৃত খালের জমে থাকা পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ওই খালের পানিতে শিশু দুটির মরদেহ ভাসতে দেখে এবং স্থানীয়রা মিলে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

Bkash July

শিশু দুটির নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রেন, মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

Labaid
BSH
Bellow Post-Green View