চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

খালার জানাজা শেষে ফেরার পথে দুই ভাইয়ের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচংয়ে খালার জানাজা নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৩ জন। নিহতরা হলেন: বানিয়াচং উপজেলার ছিলাপাঞ্জা গ্রামের কানাই মিয়ার ছেলে তাজ উদ্দিন (৪৫) ও আব্দুল মহিন (৬০)।

শনিবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

Bkash

স্থানীয়রা জানান, বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামে শনিবার নিহতদের খালা মারা যায়। সেখানে তারা সন্ধ্যার দিকে জানাজার নামাজ পড়ে এক সিএনজিযোগে বাড়ি ফেরার পথে বানিয়াচং সড়কের সুটকির ব্রিজ নিকটে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ঘে একই পরিবারের ৫ জন আহত হয়।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে তাজ উদ্দিন  ও তার ভাই আব্দুল মহিনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Reneta June

এ ঘটনায় আহত আরও ৩ জনকে হবিগঞ্জ সদর হাসাপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View