চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আজ থেকে মুছে ফেলা হচ্ছে টুইটারের ‘নীল টিক’

মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটার আজ থেকে (২০ এপ্রিল) ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে ‘নীল টিক’ মুছে ফেলবে। এখন থেকে যারা তাদের অ্যাকাউন্টে এই ‘নীল টিক’ রাখতে ইচ্ছুক তাদের সাবস্ক্রিপশন আকারে প্রতি মাসে টুইটারকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে। 

এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কোম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্ক গত সপ্তাহেই ব্যবহারকারীদের টুইটার ব্লু-তে সাইন আপ করার জন্য দিন ঘোষণা করে দেয়। ১২ এপ্রিলের একটি টুইটে মাস্ক বলেছিলেন, নীল টিকগুলো মুছে ফেলার শেষদিন ২০ এপ্রিল।

এখন থেকে টুইটারে শুধুমাত্র সাবস্ক্রিপশনকারী ব্যক্তি, ব্যবসা, সরকারি সংস্থা এবং কর্মকর্তাদের জন্য এই চিহ্ন বরাদ্দ থাকবে। এর আগে এই টিক খুবই জনপ্রিয় ছিল কারণ তা শুধুমাত্র তারকা, রাজনীতিবিদ এবং সাংবাদিকদের দেওয়া হয়েছিল। এর জন্য অবশ্য একটি যাচাইকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাদের।

টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, টুইটারে নীল মার্ক যুক্ত করতে চাইলে টুইটার ব্লু-এর জন্য সাইন আপ করতে পারেন।

আজ থেকে টুইটার ব্লু হলো ব্যবহারকারীদের জন্য একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন পরিষেবা যা ব্যবহারকারীদের প্রোফাইল নামের পাশে একটি নীল টিক যুক্ত করবে এবং টুইটারের নতুন নতুন সব ফিচার ব্যবহার করতে পারবে। সেবাটি ওয়েব, আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। টুইটার ব্লু ব্যবহারকারীরা সাবস্ক্রিপশন ফি দিয়ে ৪০০০ অক্ষর পর্যন্ত লম্বা টুইট পাঠাতে এবং ২ জিবি পর্যন্ত ফাইল আপলোড করতে পারবেন।

চলতি বছরের জানুয়ারিতে ইলন মাস্কের মালিকানাধীন টুইটার তার ব্যবহারকারীদের ভেরিফিকেশনের জন্য গ্রাহক প্রতি ১১ ডলার ফি নেওয়ার ঘোষণা দেয়। এর আগে গত বছর নভেম্বরে ভেরিফিকেশন সূচক নীল টিক চিহ্ন ব্যবহারের জন্য ৮ ডলার ফি ধার্য করে তা আবার প্রত্যাহার করে নেওয়া হয়। তখন টুইটার কর্তৃপক্ষ বলেছিল: বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে ভুয়া আইডি খুলে ব্লু টিক নেওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় এ প্রকল্পটি বাতিল করা হয়েছে।