চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

টুইটারে ভেরিফিকেশনের জন্য মাসে গুণতে হবে ১১ ডলার

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার তার ব্যবহারকারীদের ভেরিফিকেশনের জন্য গ্রাহক প্রতি ১১ ডলার ফি নেওয়ার ঘোষণা দিয়েছে। নতুন এ ঘোষণা অ্যান্ড্রয়েড  এবং আইওএস সিস্টেমে টুইটার ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে।

তবে যারা ওয়েবে টুইটার ব্যবহার করতেন তাদের জন্য ভেরিফিকেশন ফি কম হবে ।

গত বছর নভেম্বরে ভেরিফিকেশন সূচক নীল টিক চিহ্ন ব্যবহারের জন্য ৮ ডলার ফি ধার্য করে তা আবার প্রত্যাহার করে নেওয়া হয়। তখন টুইটার কর্তৃপক্ষ বলেছিল: বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে ভুয়া আইডি খুলে ব্লু টিক নেওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় এ প্রকল্পটি বাতিল করা হয়েছে।

এর আগে ভেরিফিকেশন সূচক নীল টিক চিহ্ন শুধু রাজনীতিবিদ, বিখ্যাত ব্যক্তিত্ব, সাংবাদিক এবং অন্যান্য খ্যাতনামা ব্যক্তিত্বদের অ্যাকাউন্টের জন্য বিনামূল্যে ছিল। ইলন মাস্ক মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটির দায়িত্ব নেওয়ার পর ভেরিফিকেশনের জন্য চার্জ ধার্য করার কথা বলে আসছিলেন।