চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ইলন মাস্কের কেনা দাম থেকে টুইটারের দাম কমেছে দুই-তৃতীয়াংশ

ইলন মাস্ক যে দামে টুইটার কিনেছিলেন এখন টুইটারের দাম তার এক-তৃতীয়াংশে দাড়িয়েছে। সম্প্রতি টুইটারের ইক্যুইটি শেয়ারের মূল্য পরিমাপ করে এমন তথ্যই প্রকাশ করা হয়েছে ফিডেলিটি রিপোর্টে।

ইলন মাস্ক স্বীকার করেছেন, তিনি অতিরিক্ত দামে টুইটার কিনেছেন। টুইটার কিনতে তিনি খরচ করেছিলেন ৪৪ বিলিয়ন ডলার।

Bkash

সম্প্রতি তিনি বলেছেন, টুইটারকে কিনতে তিনি যে পরিমান অর্থ দিয়েছেন, টুইটারের দাম তার অর্ধেকেরও কম।

ফিডেলিটি কীভাবে টুইটারের দাম নির্ধারণ করেছে, তা স্পষ্ট নয়। তারা টুইটারের কোম্পানির কাছ থেকে কোনো অফিসিয়াল গোপন নথি পেয়েছে কি না, তাও নিশ্চিত নয়। ফিডেলিটি গত নভেম্বরে টুইটারের শেয়ারের মূল্য দেখিয়েছিল ইলন মাস্কের ক্রয় মূল্যের ৪৪ শতাংশ। এরপর ডিসেম্বর এবং ফেব্রুয়ারিতে টুইটারের মূল্য আরও কমেছে বলে জানায় তারা।

Reneta June

ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর থেকে টুইটার আর্থিকভাবে সংকটে রয়েছে। ১৩ বিলিয়ন ডলারের ঋণের ধাক্কা খায় টুইটার। ইলন মাস্কের অনিয়মিত সিদ্ধান্ত গ্রহণ এবং বিষয়বস্তু নিয়ন্ত্রণ করার চ্যালেঞ্জের কারণে টুইটারের বিজ্ঞাপন আয় ৫০ শতাংশ কমে যায়। টুইটারের ব্লু সাবস্ক্রিপশন বিক্রি করে সেই অর্থ পুনরুদ্ধার করার প্রচেষ্টাও ব্যর্থ হয়।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View