চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঈদে চ্যানেল আইয়ে ‘বীরকন্যা প্রীতিলতা’র টিভি প্রিমিয়ার

যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার!

এরমধ্যে আছে চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া সরকারি অনুদানের ছবি ‘বীরকন্যা প্রীতিলতা’। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন প্রদীপ ঘোষ।

ছবিটি দর্শক ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখতে পারবেন। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে এমনটাই জানানো হয়েছে।

২০১৯-২০ অর্থবছরে চলচ্চিত্রটি সরকারি অনুদান পায়। পরিচালকের মতে, এটি একটি রিয়েল প্লেস মুভি, কারণ, ঐতিহাসিক স্থাপনাগুলোতে চলচ্চিত্রের দৃশ্যগুলো ধারণ করা হয়েছে। ইউরোপিয়ান ক্লাব, পাহাড়তলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকার আরমানিটোলা, ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারেও চলচ্চিত্রটির দৃশ্য ধারণ করা হয়েছে।

চলচ্চিত্রে প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও বিভিন্ন ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেছেন মনোজ কুমার প্রামাণিক, কামরুজ্জামান তাপু, ইন্দ্রানী ঘটক প্রমুখ। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার, গান গেয়েছেন এলিটা করিম, দিলশাদ নাহার কনাসহ অন্যান্য শিল্পীরা