চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়ছে, জরুরি অবস্থা জারি

সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে তুরস্ক ও সিরিয়া দুটি দেশেরই বেশ কয়েকটি ভবন ধসে পড়ে। ভূমিকম্পের ধ্বংসস্তূপের মধ্য থেকে একের পর এক উদ্ধার করা হচ্ছে মৃতদেহ।

ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, আজ সোমবার স্থানীয় সময় সকাল ৪টা ১৭ মিনিটে এগাজিয়ানটেপ শহরের কাছে এই ভুমিকম্প আঘাত হানে। এ সময় অধিকাংশ শহরবাসী ঘুমন্ত অবস্থায় ছিল ফলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় অগণিত মানুষ।

এখন পর্যন্ত এই ঘটনায় তুরস্ক ও সিরিয়ার ৩০০ জনেরও বেশি মানুষ মৃত অবস্থায় উদ্ধার করেছে উদ্ধারকারী বাহিনী। এছাড়াও অন্তত ২০০০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে তারা। উদ্ধার কাজ এখনও চলছে।

তুরস্ক সরকার দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে। এছাড়াও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়ে লেভেল ৪ সংকেত জারি করেছে তারা।

এই পরিস্থিতিতে আজ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ মন্ত্রী পরিষদের সাথে একটি জরুরি বৈঠক করেন। এই বৈঠকে তারা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এবং তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

সিএনএন জানায়, সিরিয়ার হাসপাতালগুলো গুরুতর আহত রোগীতে পূর্ণ হয়ে উঠছে এবং সবাইকে সেখানে জায়গা দেয়া সম্ভব হচ্ছে না।

তুরস্ক ও সিরিয়া ভূমিকম্পপ্রবণ দেশগুলোর অন্যতম। তবে ধারণা করা হচ্ছে, দুটি দেশের ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভুমিকম্পের ঘটনা এটি।