বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে টানা ৫ ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। আগেই সেমিফাইনাল নিশ্চিত করা তুহিন তরফদারের দল গ্রুপ এ-এর চ্যাম্পিয়ন হয়েই খেলবে নকআউট পর্বের ম্যাচে। শনিবার গ্রুপপর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে ইরাককে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করেছে দলটি। গ্রুপের অন্যতম শক্ত প্রতিপক্ষ ইরাককে হারাতে পেরে দারুণ খুশি বাংলাদেশের অধিনায়ক এবং ম্যাচসেরা তুহিন তরফদার।
বলেছেন, ‘আমরা ভালো খেলে টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল খেলব। খুব ভালো খেলছে আমাদের খেলোয়াড়রা। গ্রুপপর্বের ম্যাচগুলোতে আমরা দলের প্রত্যেককে ঝালিয়ে নেয়ার সুযোগ পেয়েছি। আজকে ইরাকের বিপক্ষে আমাদের টিম কম্বিনেশন ভালো ছিল। ম্যাচে কিছু ভুলত্রুটিও ছিল। ভুলত্রুটি নিয়ে পরবর্তীতে আমরা সেমিফাইনাল ম্যাচের আগে শুধরে নেয়ার চেষ্টা করব। ভুল যাতে না হয় সেজন্য কাজ করব।’
‘সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ কে হলো সেটা এখনো নিশ্চিত হয়নি। তবে গ্রুপপর্বে এক ম্যাচ হারলেও তেমন কোনো ক্ষতি ছিল না। কিন্তু সেমিফাইনালে সেই সুযোগ নেই। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে। সেখানেই হারলেই বিদায়। আমরা চাই সেমিফাইনালে জিতে ফাইনালে উত্তীর্ণ হয়ে ট্রফি জিততে এবং ট্রফিটা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করতে।’
গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের দুজন খেলোয়াড় ইঞ্জুরিতে পড়েছিলেন। ইরাকের বিপক্ষে ম্যাচে তারা মাঠে নামতে পারেননি। তবে স্বস্তির খবর ইনজুরির কারণে ৪ ম্যাচ মাঠের বাইরে থাকা সিনিয়র খেলোয়াড় আরদুজ্জামান দলে ফিরেছেন।

এ বিষয়ে বাংলাদেশের অধিনায়ক তুহিন তরফদার বলেছেন, ইঞ্জুরি আক্রান্ত আমাদের দুজন খেলোয়াড় এখনো সুস্থ হয়নি। আশাকরি তারা সুস্থ হয়ে যাবেন। তবে স্বস্তির খবর সিনিয়র খেলোয়াড় আরদুজ্জামান দলে ফিরেছেন। আজ তিনি দারুণ খেলেছেন। সে ফেরায় দলে শক্তি বৃদ্ধি পেয়েছে।’
এদিকে টানা তিন ম্যাচ জয়ের পর নিজেদের চতুর্থ ম্যাচে এসে হারের মুখ দেখল ইরাক। বাংলাদেশের বিরুদ্ধে হারের পর ইরাকের অধিনায়ক আলী সারি জানান, ‘বাংলাদেশ শক্তিশালী দল। হেরে খারাপ লাগছে। তবে আমাদের সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। আগামীকাল ইংল্যান্ডকে হারালে আমাদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। আমরা ইংল্যান্ডের বিপক্ষে জেতার সর্বোচ্চ চেষ্টা করব।’